ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশকে (কোয়াব) ছড়িয়ে দেয়া হচ্ছে গোটা বাংলাদেশে। এরই ধারাবাহিকতায় কোয়াব ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। গত শনিবার ১০ জেলায় দেয়া হয়েছে নতুন কমিটি। এ নিয়ে মোট ২০টি জেলায় কমিটি দেয়া হয়েছে কেন্দ্র থেকে। মূল উদ্দেশ্য বন্ধ হওয়া জেলা লীগগুলো ফের চালু করা। এছাড়াও ক্রিকেটারদের অধিকার ও সুখ-সুবিধাগুলো দেখতে কাজ করবে জেলা কমিটিগুলো। বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। ক্রিকেটারদের এই সংগঠনটির নেতৃত্ব পেয়েছেন জাতীয় দলে খেলা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
রংপুর জেলার সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে নাসির হোসেনকে এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ। নতুন কমিটি করার পাশাপাশি চলছে কোয়াবের নির্বাচনের প্রস্তুতিও। কারণ এ বছর ক্রিকেটারদের আন্দোলনের ১৩ দফায় অন্যতম দাবি ছিল এই সংগঠনের নির্বাচন। এ বিষয়ে দেবব্রত পাল বলেন, ‘আমরা এর আগে বেশ কয়েকটি জেলায় কমিটি দিয়েছি। এবার আরো ১০ জেলায় কোয়াবের নতুন কমিটি দিলাম। আশা করি ২ মাসের মধ্যে ৬৪ জেলাতেই কমিটি দিতে পারবো।’