মহামারী করোনা ভাইরাস ও দফায় দফায় বন্যায় বন্যা কবলিত এলাকার মানুষরা হয়ে পড়েছেন চরম অসহায়। না খেয়ে দিন পার করছেন অনেকে। কর্মহীন হয়েছে হাজারো মানুষ। এমন অসহায় মানুষের পাশে দাড়িঁয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের কার্যকরি সদস্য তাছি-উদ-দৌলা বাপ্পী । রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বাপ্পী।
এ সময় চাল, চিড়া, তেল, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ঔষধ ত্রাণ হিসেবে দেওয়া হয়। মোট ৩০ টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
তাছি-উদ-দৌলা বাপ্পী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানবতার সেবক। এরই ধারাবাহিকতায় বাকৃবির ফজলুল হক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব চন্দ্র সরকারের সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করি। আমি আশা রাখি ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ছাত্রলীগ মানুষের পাশে থেকে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখবে।