সেপ্টেম্বর মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ঈদুল আজহার পরই হয়তো শ্রীলংকা সফরের বিষয়টি চূড়ান্ত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্রে এমনটি জানা যায়।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রোস্টেটের অপারেশন করাতে বর্তমানে লন্ডন রয়েছেন। তিনি দেশে ফেরার পর ক্রিকেট বোর্ডের সভায় লংকান সফরের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আগামী কয়েক মাস আমাদের তেমন কোনো খেলা নেই। তাই আমরা শ্রীলংকা সফরে দল পাঠানোর চিন্তা-ভাবনা করছি। দ্বিপাক্ষিক সিরিজ খেলাতে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সঙ্গেও আমাদের কথা হচ্ছে।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শ্রীলংকা সফরে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। কোয়ারেন্টিন শেষে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-মুমিনুলরা। অক্টোবরের শুরুর দিকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।
প্রসঙ্গত, জুলাই মাসেই শ্রীলংকা সফরে গিয়ে তিনটি টেস্ট খেলার কথা ছিল মুমিনুলদের। কিন্তু করোনায় সেই সফরটি সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়ার পরও শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। এখন আবার সেই সফরে যেতে শ্রীলংকাকে রাজি করাতে চাচ্ছে বিসিবি।