ময়মনসিংহের কেওয়াটখালী শেষ সীমানায় পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত ব্রহ্মপুত্র রেলব্রীজটি ব্রিটিশ আমলের দাড়িয়ে থাকা প্রায় ১০৫ বছরে এই রেলব্রীজ এখন মানুষের বিনোদন কেন্দ্র। দূর-দূরান্ত থেকে মানুষ আসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। বন্যায় নদের পূর্ন যৌবন ফিরে আশায় ব্রহ্মপুত্র নদের আশে পাশে আর সৌন্দর্য ফিয়ে এসেছে। করোনা কালে মানুষ যখন হাপিয়ে উঠেছে ঠিক তখনি একটু বিনোদন ও মনকে প্রাণবন্ত করার জন্য অনেকেই ছুটে আসছেন এই মুক্ত আবহাওয়ায় এতে আমাদের এলাকাটি হতে চলছে একটি পর্যটন ও বিনোদন কেন্দ্র। বর্তমানে সীমিত আকারে ট্রেন চলাচল করার কারনে এই রেলব্রীজ উপর দিয়ে আপাতত চট্টগ্রাম টু সরিষাবাড়ি পর্যন্ত একটি পার্সেল ট্রেন ও ১ জোড়া তেলবাহী বিটিও চলাচল করছ। এতে কিছুটা বিপদ মুক্ত হলেও পরবর্তীতে পুরুধমে ট্রেন চলাচল হলে এতে অনেকটা বিপদ হতে পরে।