ময়মনসিংহে ডিবি’র অভিযানে চুরি হওয়া ৫ অটোরিক্সাসহ আটক৬

ডিবিময়মনসিংহ রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা দীর্ঘ অভিযান চালিয়ে অটো চোরের সিন্ডিকেট চক্রের ৬ সদস্য অজয় চন্দ্র দেবনাথ (৩৫),  মোঃ সাইদুল ইসলাম (২৯), মোঃ রাসেল (২৬), মোতালেব (৪৪),  মোঃ আশরাফুল (৩৫), এবং মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৫) কে কোতোয়ালী থানাধীন ঘাগড়া আপনবাড়ী এলাকা হতে গ্রেফতার করা হয় এবং তাহাদের হেফাজতে হতে ০৫টি চোরাই অটো উদ্ধার করা হয়ে। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহের বিভিন্ন এলাকা হতে গরীব অসহায়দের একমাত্র আয়ের উৎস অটোরিক্সা চুরি করে আসছিল। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়াছে। গ্রেফতারকৃতদের আজ বিজ্ঞ আদালতে সোর্পদ করে ১০(দশ) দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।

অটোরিক্সা

Share this post

scroll to top