সরকারের সাবেক অতিরিক্ত সচিব ম. শফিউল আলম মারা গেছেন। বুধবার রাত পৌনে নয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯৬৯ ব্যাচের (ইপিসিএস) এই কর্মকর্তা কর্মজীবনে ময়মনসিংহ, শেরপুর, কিশোরগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া স্বরাষ্ট্র এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং বিএডিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
শফিউল আলম স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে।