এডভোকেসি ফোরাম ময়মনসিংহের উদ্যোগে সভা অনুষ্ঠিত

এডভোকেসি টিমরাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এডভোকেসী ফোরাম,ময়মনসিংহের অনলাইন পরিকল্পনা সভা অদ্য ২২ জুলাই’২০ বুধবার অনুষ্ঠিত হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পলিটিকাল ফেলো ও মাস্টার ট্রেইনারগণ,সামাজিক সংগঠক ও সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত এডভোকেসি ফোরাম ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯ সংক্রমন রোধে ” নো মাস্ক,নো সেল ” কর্মসূচী বাস্তবায়নে বিশদ আলোচনা ও সুপারিশমালা উপস্থাপন করা হয়।

“নো মাস্ক নো সেল ” কর্মসূচী বাস্তায়নে গৃহীত সিদ্ধান্তসমূহ:-
“নো মাস্ক, নো সেল” বাস্তবায়নের জন্য তিনটি প্রতিষ্ঠানের সাথে কাজ করা, প্রতিষ্ঠান তিনটি হলো- ময়মনসিংহ জেলা প্রশাসন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ,ময়মনসিংহ।

উক্ত প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সাথে এডভোকেসি ফোরাম,ময়মনসিংহ; আলোচনা করবে এবং সুপারিশ সম্বলিত একটি আবেদন/স্মারকলিপি প্রদান করবে।
এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দকে তিনটি ভাগে বিভক্ত হয়ে কাজ করলে করোনাকালীন সময়ে স্বাস্থবিধি মেনে কাজ করা সহজ হবে বলে অললাইন আলোচনা সভায় সবাই উপস্থিত টিমের সদস্যবৃন্দ একমত পোষণ করে।
তিনটি প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য প্রতিটি টিমে একজন করে সমন্বয়কারী এবং ৫ জন করে সদস্য নির্ধারন করা হয়।

টিমসমূহ:-

 সুমন চন্দ্র ঘোষ- সম্বয়কারী, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম (ডিসি-অফিসের সাথে সমন্বয় করার জন্য)
– জাহিদ হোসেন উৎপল, সদস্য , নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ ;
– বাবলি আকন্দ, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;
– মাহমুদা হোসেন মলি, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ ;
– ওয়াহিদুজ্জামান আরজু, সদস্য, , নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ ;
– এনামুল হক মন্ডল শাহিন, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;

ফরিদা ইয়াসমিন পারভীন, সমন্বয়কারী, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ (সিটি কর্পোরেশনে সমন্বয় করার জন্য)
– স্বাধীন চৌধুরী, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ
– রফিকুল ইসলাম রতন, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ ;
– জামাল উদ্দিন, সদস্য, , নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;
– ফারিয়া তাসনিম তিথি, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ
– শরীফ উদ্দিন, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;

শারমিন আক্তার লাকী, সমন্বয়কারী, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ (দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ,ময়মনসিংহ -এর সাথে কাজ করার জন্য)
– আব্দুল কাদের চৌধুরী মুন্না, সদস্য,নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;
– মোস্তাফিজুর বাশার ভাসানী, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;
– শহীদ আমিনী রুমি, সদস্য , নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;
– মাহবুব আলম মামুন, সদস্য, নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;
– তাসলিমা মাহজিবন জেবিন, সদস্য , নো মাস্ক নো সেল- ক্যাম্পেইন, এডভোকেসি টিম, ময়মনসিংহ;

প্রতিটি টিমের সমম্বয়কারীর সাথে টিমের সদস্যদের সাথে আলোচনা করে তাদের কার্যক্রম ঠিক করবে, তবে সাধারনত সকল টিমের জন্যই যে কাজগুলি করা প্রয়োজন তাহলো-
– সুপারিশমালা সম্বলিত একটি আবেদনপত্র তৈরি এবং তা কর্তৃপক্ষকে প্রদান করা, তাদের সাথে আলোচনা করা।
– মাইকিং করা (কর্তৃপক্ষ দিয়ে মাইকিং করানো)
– লিফলেট ক্যাম্পেইন
– প্লে-কার্ড নিয়ে শপিং মল/মার্কেট/গরুর হাট/বাজার-এর সামনে ক্যাম্পইন পরিচালনা করা
– মাস্ক বিতরনের মাধ্যমে ক্যাম্পেইন করা ইত্যাদি।
‘নো মাস্ক নো সেল ” ক্যাম্পেইন বাস্তবায়নে ভার্চুয়াল আলোচনা সভা সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাশনালের রিজিউনাল ম্যানেজার নার্গিস আক্তার ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের রিজিউনাল কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক।

Share this post

scroll to top