দাম্মাম থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সঙ্কটের মধ্যে দাম্মাম থেকে ফিরলেন আরও ৪১৫ জন বাংলাদেশি।

বুধবার (২২ জুলাই) সকাল ৮টা ২০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান।

এর আগে গত ১১ জুলাই দেশটি থেকে ফিরেছিলেন ৪১২ জন বাংলাদেশি।

করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে ভিন্ন দেশে আটকা পড়েন।

বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে এখন কেবল লন্ডন ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে। আর ঢাকা থেকে কাতারে ট্রানজিট যাত্রীরা চলাচল করতে পারছেন। এ অবস্থায় বিশেষ ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।

গত চার মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

Share this post

scroll to top