গুগলে যোগ দিলেন আনন্দ মোহন কলেজের সাবেক ছাত্র ফাহিম

Fahim-Ferdousস্বপ্ন সত্যি হলো।  অবশেষে গুগলে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম ফেরদৌস। সোমবার (২০ জুলাই) ফাহিম গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন।  ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসএসসি পাস করেন ফাহিম ফেরদৌস।  সরকারি আনন্দ মোহন কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে।

২০১৮ সালের অক্টোবরে বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন ফাহিম ফেরদৌস।

জানা গেছে ফাহিম বুয়েট থেকে পড়াশোনা শেষ করে কিছুদিন ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছিলেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানেও কিছুদিন চাকরির অভিজ্ঞতা ছিল তার। গণিত অলিম্পিয়াডেও হয়েছিলেন দেশ সেরা।

দুই ভাই-বোনের মধ্যে ফাহিম বড়। তার বাবা ডা. মো. মতিউর রহমান ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন। আর মা গাইনোকোলজিস্ট ডা. ফেরদৌস আরা আক্তার।

Share this post

scroll to top