ময়মনসিংহের ভালুকায় গাড়ির ধাক্কায় মো. শরিফ খান (৩৫) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক যাত্রী।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) সকাল সোয়া ১০ টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহণের যাত্রীবাহী একটি বাস ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় আসলে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি দাঁড়ানো থাকা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইসলাম পরিবহণ বাসের হেলপার মারা যান।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় যাত্রী ওঠানোর জন্য ওই স্থানে দাঁড়িয়ে ছিল ঢাকাগামী একটি বাস। ওই সময় ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ইসলাম পরিবহনের বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত এবং একই বাসের হেলপার শরীফ খান ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ইসলাম পরিবহনের বাসটি আটক করে। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আশরাফ উদ্দিন জানান, নিহতের ঠিকানা জানা যায়নি।