সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি

সুনামগঞ্জে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বেড়েই চলেছে নদ-নদীর পানি। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতি।

দু’দফা বন্যার রেশ না কাটতেই ৩য় দফা বন্যায় জেলায় পানিবন্দী রয়েছেন এখনো লাখো মানুষ।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ২৫ সে. মি. ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

বিষয়টি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান।

তিনি জানান, সুনামগঞ্জে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে নদী ও হাওরের পানি। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত অব্যহত থাকায় আবার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

এদিকে, আজ সকালে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৫ সে. মি. ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এই নদীর পানি জেলা শহরের নবীনগর, বড়পাড়া, তেঘরিয়া, কাজির পয়েন্ট, ষোলঘর, সাহেববাড়ী ঘাটসহ বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে। ফলে এসব এলাকায় বন‌্যার সৃষ্টি হয়েছে। ৩য় দফা বন্যায় পানিবন্দী মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

তিনি জানান, বন্যায় পরিস্থিতি অবনতি রয়েছে। যেহেতু আগের বন্যায় আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছিলো সেগুলো প্রস্তুত রাখা আছে।

Share this post

scroll to top