রাজশাহীতে ধর্ষণ মামালার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজশাহীর পুঠিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামালার প্রধান আসামি এখলাস আলী (২০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে এ বন্দুকযুদ্ধ হয়।

শ‌্যালিকা ইভা খাতুনকে (১৩) ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচণা মামলার আসামি ছিলেন এখলাস। পুঠিয়ার গণ্ডগোহালি গ্রামে এখলাসের বাড়ি। তার বাবার নাম আবুল কাশেম।

ইভা ওই গ্রামের সেলিম হোসেনের মেয়ে। সে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় ইভার বাবা তার জামাই এখলাসসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকে এখলাস আলী ও তার বাবা আবুল কাশেম পলাতক ছিলেন।

Share this post

scroll to top