করোনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশানের সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২০) রাতে রাজধানীর একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তরের সিনিয়র এএসপি সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফয়সাল মামলার এজাহারভুক্ত আসামি। তিনি হাসপাতালে অভিযানের আগেই পালিয়ে যান। গোপন সংবাদে রাজধানীর একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এর আগে অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ তিন জনের বিরুদ্ধে মামলা হয়। রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানায় র্যাব বাদী হয়ে এই মামলা করে।
প্রসঙ্গত, গত রোববার (১৯ জুলাই) দুপুরে সাহাবুদ্দিন মেডিক্যাল কলেজে হাসপাতালে অভিযান পরিচালনা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।