অক্সফোর্ডের ভ্যাকসিন কার্যকর এবং নিরাপদ : একশ মিলিয়ন অর্ডার দিয়েছে যুক্তরাজ্য

অক্সফোর্ডের ভ্যাকসিনব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনা ভ্যাকসিন করোনা আক্রান্তের শরীরে সফলভাবে এন্টিবডি তৈরি করতে পারছে। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে গবেষক দল। সোমবার ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে।

প্রথম ধাপের পরীক্ষায় ১ হাজার ৭৭ জনের মধ্যে এ ভ্যাক্সিন প্রয়োগ করা হয়। সেখানে দেখা যায় এন্টিবডি ও শ্বেত রক্তকণিকা সফলভাবে করোনাভাইরাস প্রতিরোধ করতে পারছে।

এটিকে বড় সফলতা বলে উল্লেখ করেছে গবেষক দল। কিন্তু এখনো এটি চূড়ান্ত পরীক্ষার জন্য অপেক্ষমাণ। আরো বড় পরিসরে এটি পরীক্ষা করে দেখা হবে বলেও জানিয়েছে গবেষকরা। এরই মধ্যে যুক্তরাজ্য একশ মিলিয়ন ডোজ ভ্যাক্সিনের ক্রয়াদেশ দিয়ে রেখেছে।

Share this post

scroll to top