ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন নাসরীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে। সেই সাথে প্রশাসন ক্যাডারের আরো ৬ উপসচিবের দপ্তর বদল করেছে সরকার।
রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব করা হয়েছে। এর আগে তাকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আইন কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছিল। ওই আদেশ বাতিল করে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল হাসানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব হিসাবে বদলি করা হয়েছে।
অপর এক আদেশে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহা. আহসান হাবিবকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব হিসাবে বদলি করা হয়েছে।
পৃথক আদেশে ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন নাসরীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে।
আরেক আদেশে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মো. আব্দুর রউফ মণ্লডকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, ঢাকার উপপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরিচালক মুসাররাত জেবিনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড, ঢাকার পরিচালক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মো. নওশাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের উপসচিব হিসাবে বদলি করা হয়েছে।