ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে সবুজ নগরীতে রুপ দিতে প্রত্যেককে অন্তত ৩ টি করে গাছের চারা লাগানোর আহবান জানিয়েছেন সিটি মেয়র ইকরামূল হক টিটু।
শনিবার দুপুরে নগরীর জয়নুল আবেদীন পার্কে জেলা যুবলীগের অন্যতম নেতা শাহানূর আলম শান্ত আয়োজিত বৃক্ষরোপন শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন টিটু। এসময় তিনি নগরবাসীকে বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখারও আহবান জানান। করোনা প্রতিরোধে প্রতিনিয়ত মাস্ক ব্যবহারের পাশাপাশি সচেতনতা থেকে সকলকে সহযোগিতা করার কথা বলেন মেয়র ইকরামূল হক টিটু।
এসময় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিয়াজ মোর্শেদ, জেলা যুবলীগ নেতা মনজুরুল কাদের, মানিক, শহর ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক শরিফুল আলম শাহিন, উপ-ছাত্র বিষয়ক সম্পাদক শিকদার মেহমুদ তন্ময়, বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।