করোনায় আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে—–রাজিউন)। দেশের জন্য জীবন উৎসর্গকারী সিরাজুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চক পাঁচ পাড়া গ্রামে। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. সিরাজুল ইসলাম নামের এক পুলিশ সদস্য আজ ভোরে মারা যান। তার বয়স হয়েছিল ৪৬ বছর।
মৃত্যুর মিছিলে যুক্ত হওয়া এ বীরযোদ্ধা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের দিয়াবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৪ সালে পুলিশে যোগদান করেন।
পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তাঁর দাফন সম্পন্ন করা হবে। পুলিশের তত্ত্বাবধানে মরহুমের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
তার মৃত্যুতে ডিএমপি’র পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।