নানা কর্মসুচীর মধ্যদিয়ে ময়মনসিংহে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
মঙ্গলবার দুপুরে নগরীর গঙ্গাদাস গুহরোডের বেগম রওশন এরশাদের বাসভবন সুন্দরী মহলের দলীয় কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে মহানগর জাতীয় পার্টি। পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম, শফিকুল ইসলাম স্বপন ও দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু। বক্তারা বলেন, পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদ উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মধ্যদিয়ে জনগণের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তাঁকে জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন।
এ উপলক্ষে মহানগরীর ৩৩ টি ওয়ার্ড এবং সদর উপজেলার বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল ও কোরআন খানির আয়োজন করা হয়। এসব কর্মসুচীতে মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমদসহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।