সাপ্তাহিক নবকলতান পত্রিকার প্রকাশক ও অনলাইন নিউজ দ্বীপ সমাচারের সম্পাদক আরিফ সিদ্দীকি সুমনের অসুস্থতায় সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এছাড়াও আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সুমনের অসুস্থতায় পাশে দাঁড়িয়েছেন।
জানা যায়, আরিফ সিদ্দীকি সুমন নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। এখবর ছড়িয়ে পড়লে সংগঠনের অভিবাবক হিসেবে আফজালুর রহমান বাবু ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে উন্নত সেবা নিশ্চিত করেন। আরিফ সিদ্দিকী সুমন একজন সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব। দীপ মাদকাসক্ত পূর্নবাসন কেন্দ্রের চেয়ারম্যান। এছাড়াও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা শাখার সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন।
এব্যাপারে আরিফ সিদ্দীকি সুমন বলেন, সংগঠনের অভিবাবক হিসেবে আফজালুর রহমান বাবু ভাই যেভাবে খোজ খবর নিচ্ছেন এমন ভাল মনের মানুষ পাওয়া দুস্কর। তার মতো এমন মানবিক নেতার দ্বারাই দেশ পরিবর্তন সম্ভব। আগামীতে সংসদ সদস্য হিসেবে ময়মনসিংহবাসী তাকে কাছে পেলে ময়মনসিংহের মানুষের চাহিদা পূরণে আফজালুর রহমান বাবু সার্বিক অবদান রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।