কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে।
বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিরাপত্তার স্বার্থে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। পরিবার ছাড়া তার সঙ্গে অন্য কারো দেখা করার কোনো সুযোগ নেই বলেও জানান শাহ রফিকুল ইসলাম।