বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের এডহক ভিত্তিতে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি, বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড চালু, ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ময়মনসিংহে দুই ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্টরা।
বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১১টা থেকে কর্মবিরতি শুরু করে ময়মননিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন মেডিকেল টেকনোলজিস্টরা।
মানববন্ধন থেকে অবিলম্বে ৬ দফা দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতারা।