বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এমএসের (জানুয়ারি-জুন সেমিস্টার) অনলাইনভিত্তিক ক্লাস শুরু হবে আগামী ৯ আগস্ট থেকে। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির ২৪৫ তম এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক দীন মোহাম্মদ দীনু বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির ২৪৫ তম সভা অনুষ্ঠিত হয়। পরে এমএসের অনলাইন ক্লাস শুরুর বিষয়ে সিন্ধান্ত ওেনওয়া রহয়। এছাড়া অনলাইন ক্লাস পরিচালনা সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয়েও আরেঅচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর আগেই শিক্ষার্থীদের নিজ নিজ ইমেইলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হবে। এজন্য শিক্ষার্থীদেরকে তাদের নিজ নিজ ইমেইল আইডি বিভাগীয় প্রধানের কাছে সরবরাহ করতে হবে।
উল্লেখ্য, গত ৬ জুলাই ডিন কাউন্সিলরের আহবায়ক অধ্যাপক ড. নুরুল হকের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান এবং বিভিন্ন অনুষদের ডিনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর বিষয়ে একটি মাত্র এজেন্ডা নিয়ে প্রথম অনলাইন সভা অনুষ্ঠিত হয়।