ঢাকাWednesday , 8 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ফেসবুকসহ ৮৯টি অ্যাপ ব্যবহার না করার নির্দেশ

Link Copied!

india facebookসোশ্যাল মিডিয়া, ই কমার্স সহ মোট ৮৯টি অ্যাপ ব্যবহার না করার নির্দেশ দিল ভারতীয় সেনা। সেনাবাহিনীর জওয়ানদের জন্য এই বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে।

এতে রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মত জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। নিষিদ্ধ টিক টক, ট্রু কলারের মত অ্যাপও। এইসব অ্যাপের মাধ্যমে ভারতীয় সেনার স্পর্শকাতর তথ্য পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিলিট করতে বলা হয়েছে টিন্ডার ও কাউচ সার্ফিং-এর মত অ্যাপ। এমনকি ডেলি হান্টের মত নিউজ ওয়েবসাইটও ডিলিট করে দিতে বলা হয়েছে।

ভারতীয় সেনার সদস্য সংখ্যা অন্তত ১৩ লক্ষ। তাঁদের প্রত্যেককেই জরুরি ভিত্ততে এইসব অ্যাপগুলি ডিলিট করতে বলা হয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সব অ্যাপ ডিলিট করার নির্দেশ দেওয়া হয়েছে। আগেও এইসব অ্যাপের মাধ্যমে শত্রুপক্ষের কাছে ডেটা পাচার হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাই এবার কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। অ্যাপ ডিলিট না করতে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ভারতীয় সেনা।

দেখা গিয়েছে, একাধিকবার চিন ও পাকিস্তানের গোয়েন্দাদের টার্গেট হয়েছে ভারতীয় সেনার অফিসারেরা। এইসব অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁদের টার্গেট করা হয়েছে বারবার। তাই এবার এই কড়া সিদ্ধান্ত।

গত বছরের শেষে ভারতীয় সেনাকে অফিশিয়াল কাজের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে নিষেধ করা হয়।

ভারতীয় সেনায় হানি ট্র্যাপের ঘটনা নতুন নয়। বারবার পাকিস্তানি গুপ্তচর এজেন্টরা মহিলার ছদ্মবেশে ফাঁদে ফেলার চেষ্টা করেছে ভারতীয় সেনা অফিসারদের। এমনকি বছর কয়েক আগে ভারতীয় বায়ুসেনার হেডকোয়ার্টারে দায়িত্বরত এক অফিসারকেও এর ফাঁদের ফেলে তথ্য বের করে নেওয়ার চেষ্টা করা হয়। সূত্র: কলকাতা২৪x৭

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।