ময়মনসিংহের চরপাড়া এলাকায় ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে শফিক মেডিকেল হল, মিতালী ফার্মেসী ও লাজ ফার্মাকে ৬০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাহ্মমান আদালতের ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম।
তিনি জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন বিহীন ঔষধ বিক্রয়, হ্যান্ড স্যানিটাইজার, ফুড সাপ্লিমেন্ট, মানহীন মাস্ক, গ্লাভস বিক্রি করার অপরাধে একষট্টি হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। এছাড়া অত্যাবশকীয় পণ্য আইনের শিশু খাদ্য বিক্রয় করতে হলে ডিলিং লাইসেন্স প্রয়োজন। সেটা পাওয়া যায়নি। নিয়ম মেনে সকল কাগজ আপডেট রেখে ব্যবসা পরিচালনা করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।