ঢাকাWednesday , 19 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

প্রাণীসম্পদ উন্নয়নে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

Link Copied!

সারাদেশে সুষম খাদ্য ও প্রাণীসম্পদ খাতের উন্নয়নে বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার বা ৪ হাজার ১শ’ কোটি টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশকে। আজ বুধবার শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে এ বিষয়ে দুপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডানডান চ্যান এবং ইআরডির পক্ষে সচিব মনোয়ার হোসেন চুক্তিতে সই করেন। এসময় অতিরিক্ত সচিব মাহমুদা বেগম, প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৫ বছরের গ্রেস পিড়িয়ডসহ মোট ৩০ বছরে এই অর্থ পরিশোধ করতে হবে। এ জন্য উত্তোলিত অর্থের উপর ০.৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ, ১.২৫ শতাংশ হারে সুদ দিতে হবে। তবে অনুত্তোলিত অর্থের জন্য বছরে অনধিক.০.৫০ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দিতে হবে।

মোট প্রকল্প ব্যয় হলো ৪ হাজার ২৮০ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকা। এর মধ্যে সরকার দেবে ৩৯৪ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা। বাকিটা বিশ্বব্যাংকের আইডিএ ঋণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।