ঢাকাWednesday , 19 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শাস্তি পেলেন সাকিব

Link Copied!

জরিমানা গুনতে হলো ওয়ানডে ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানকে। সিলেটে অনুষ্ঠিত প্রথম টি-২০তে আইসিসি’র আচরণবিধি ভঙ্গের দায়ে তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেয়া হয়েছে। সাথে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এ নিয়ে তার নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো। ২৪ মাসের মধ্যে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেলে সাসপেনশন পয়েন্ট হয়ে যাবে। তাতে নিষেধাজ্ঞায় পড়বেন সাকিব।

ঘটনা বাংলাদেশ ইনিংসের ১৪তম ওভারের। ব্যাটিং করছিলেন সাকিব। এ সময় অনেকটা বাইরে দিয়ে চলে যাওয়া একটি বল ওয়াইড না দেয়ায় আম্পায়ারের ওপর ক্ষেপে যান স্ট্রাইকে থাকা বাঁ-হাতি এই ব্যাটসম্যঅন। কিছুটা তর্কাতর্কি হয় তাদের মধ্যে।

এই ঘটনা নিয়ে সাকিবের ওপর অভিযোগ করেন অনফিল্ড দুই আম্পায়ার সৈকত সরফদৌলা ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান এবং চতুর্থ আম্পায়ার গাজী সোহেল। ম্যাচের পর সাকিব দোষ স্বীকার করে নেয়ায় নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।

এর আগে চলতি বছরের মার্চে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০তেও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।