ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশু পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে। ময়মনসিংহ অঞ্চল থেকেই কুরবানির পশু ঢাকায় বেশি যাওয়ায় রেলকর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। তবে রুট এখনও চূড়ান্ত হয়নি। এমনটিই জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রেলপথ মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুরোধে রেল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। পশু ব্যবসায়ী ও খামারিদের পরিবহনের সহযোগিতা করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। অল্প খরবে মাত্র দেড় থেকে দুই হজার টাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গরু পরিবহন করা যাবে।
মন্তী বলেন, মিটারগেজের একটি ওয়াগনে ১৬টি গরু এবং ব্রডগেজের একটি ওয়াগনে ২০ থেকে ২৫টি গরু পরিবহন করা যাবে। পশু পরিবহনের চাহিদা অনুযায়ী আমরা এই ট্রেন চালাবো। তবে এর চাহিদাপত্র প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমাদের জানাবে। যেদিন এই চাহিদাপত্র পাবো সেদিন থেকেই পশু পরিবহনে এসব ট্রেন চলাচল করবে। মন্ত্রী আরও বলেন, সাধারণত নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর, জামালপুর, ময়মনসিংহ এসব অঞ্চল থেকেই পশু ঢাকায় বেশি আসে, তবে রুট এখনও চূড়ান্ত হয়নি।