বান্দরবানে গোলাগুলিতে নিহত ৫

বান্দরবানে দুগ্রুপের গোলাগুলিতে নিহত ৫

বান্দরবানের সদর উপজেলায় দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারাবাজারে হামলা চালায় সন্ত্রাসীরা। তাদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। গুলিবিদ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

Share this post

scroll to top