স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুরে যুবদল-ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- জেলা উত্তর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আবুল বাসার ঝুলন।
গৌরীপুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিধু ভূষন দাস বাদি হয়ে মামলা করেছেন। ঔ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলায় মোট ২৪ জন কে আসামী করা হয়। তবে ঘটনাটিকে নির্বাচনী মাঠে ভীতি সঞ্চার করার ষড়যন্ত্র বলে মনে করছেন বিএনপির প্রার্থী ইঞ্জি. এম ইকবাল হোসাইন। তিনি বলেন, নির্বাচনী মাঠে বিএনপিকে দূর্বল করার জন্য এবং নির্বাচনী কর্মকান্ড থেকে নেতাকর্মীদের দূরে রাখতেই সাজানো ঘটনায় এই মামলায় গ্রেফতার করছে পুলিশ। বিষয়টি নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাকে লিখিত ভাবে জানানো হবে।