ছড়া-এই সময়ে: চয়ন বিকাশ ভদ্র

corona-Poemছড়া
এই সময়ে
চয়ন বিকাশ ভদ্র

কেমনে বলি কিভাবে যে
যাচ্ছে কেটে দিন
গাছের কাছে পাখির কাছে
যাচ্ছে বেড়ে ঋণ।
মাথার উপর সুনীল আকাশ
তাকিয়ে আমি থাকি,
ছাদে বসেই নদী পাহাড়
বনের ছবি আঁকি।
এই শহরে এখন শেয়াল
সন্ধ্যাবেলায় ডাকে,
তারে বসে লক্ষীপেঁচা
অবাক তাকিয়ে থাকে।
নতুন রূপে নিরুপদ্রব
প্রকৃতিটা সাজে,
নদী,পাহাড়, বনের মনে
খুশির বাঁশি বাজে।
বাইরে যাওয়া হয়না একটা
ঘরের ভেতর থাকি,
করোনাকাল শেষ হতে
আর কতদিন বাকি?

Share this post

scroll to top