ছড়া
এই সময়ে
চয়ন বিকাশ ভদ্র
কেমনে বলি কিভাবে যে
যাচ্ছে কেটে দিন
গাছের কাছে পাখির কাছে
যাচ্ছে বেড়ে ঋণ।
মাথার উপর সুনীল আকাশ
তাকিয়ে আমি থাকি,
ছাদে বসেই নদী পাহাড়
বনের ছবি আঁকি।
এই শহরে এখন শেয়াল
সন্ধ্যাবেলায় ডাকে,
তারে বসে লক্ষীপেঁচা
অবাক তাকিয়ে থাকে।
নতুন রূপে নিরুপদ্রব
প্রকৃতিটা সাজে,
নদী,পাহাড়, বনের মনে
খুশির বাঁশি বাজে।
বাইরে যাওয়া হয়না একটা
ঘরের ভেতর থাকি,
করোনাকাল শেষ হতে
আর কতদিন বাকি?