ময়মনসিংহে করোনায় কৃষি কর্মকর্তাসহ ২জনের মৃত্যু

corona-updateময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে রোববার দুপুরে কৃষি বিভাগের একজন কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কাসেম আজাদের মৃত্যুর খবর রোববার দুপুরে অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. শাহাদুজ্জামান নিশ্চিত করেছেন। তিনি ময়মনসিংহের এসকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মো. আবুল কাসেম আজাদের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। আর মারা যাওয়া অপরজন হলেন ত্রিশাল উপজেলার কাজির শিমলা গ্রামে নিলুফার বেগম (৫২) নামের এক নারী। তিনি নিজের বাসায় আইসোলেশনে ছিলেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।

সিভিল সার্জন জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম আযাদের স্ত্রী ময়মনসিংহের একটি বেসরকারি কলেজের শিক্ষক। স্ত্রী-সন্তানসহ তাঁর পরিবার বসবাস করতেন ময়মনসিংহে। কয়েক মাস আগে আবুল কাশেম আযাদ বগুড়ায় যোগদান করেন। তাঁর পরিবার থাকতেন ময়মনসিংহে। বগুড়ায় কর্মরত অবস্থায় কোভিডের উপসর্গ দেখা দিলে ২২ জুন বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা দেন তিনি। মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় ২৩ জুন তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন। তাঁর বাসা ময়মনসিংহ শহরের বলাশপুর এলাকায়।

Share this post

scroll to top