জামালপুরে কমেছে যমুনার পানি

জামালপুরে বন্যার পানি কমতে থাকায় যমুনাড়ের উজানের মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকাগুলোতে।

জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার সন্ধ্যা ৬টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপৎসীমা অতিক্রম করেনি।

শনিবার (৪ জুলাই) জেলার ইসলামপুর উপজেলার কয়েকটি বন্যাকবলিত এলাকা ঘুরে দেখা যায়, বন্যার পানি কমতে থাকায় বাড়িতে ফিরছেন আশ্রয়ে থাকা মানুষ। তবে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে এখনও বন্যার পানি থাকায় বাড়ি ফিরতে পারছে না বন্যাকবলিতরা। এতে চরম দুর্ভোগে পড়েছে তারা।

ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বামনা গ্রামের আবুল হোসেন মন্ডল বলেরন, আশ্রয়ে অন্য এলাতকায় ছিলাম। পানি কমে যাওয়ায় পরিবার নিয়ে বাড়ি ফিরেছি।

এদিকে, দুর্ভোগ কমাতে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী বলেন, ত্রাণ পর্যায়ক্রমে বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে।

Share this post

scroll to top