বাগেরহাটে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার

বাগেরহাটের মোংলা থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বিনবিভাগ। জব্দ করা হয়েছে একটি নৌকা।

শনিবার (৪ জুলাই) সকালে পুর্ব সুন্দরবন সংলগ্ন মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

সুন্দরবন পুর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘বনরক্ষীরা নিয়মিত অভিযান পরিচালনা করছিল। সকালে সুন্দরবন থেকে একটি মাছধরা নৌকা পশুর নদীতে অবস্থানকালে তাদেরকে চ্যালেঞ্জ করলে তিনজন দৌড়ে পালিয়ে যান। এসময় নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

Share this post

scroll to top