ময়মনসিংহের আনন্দমোহন কলেজের পদার্থবিদ্যা বিভাগের উদ্যোগে একটি ব্যতিক্রমী কার্যক্রম অনুষ্ঠিত হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ফিজিক্স ক্লাব আয়োজন করলো ভার্চুয়াল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় “করোনা ভাইরাস রোধে জনসচেতনতার ভূমিকাই মূখ্য”। রাত আটটায় বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিলো। অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন পক্ষ দলঃ আসিফ বিহন (প্রথম বক্তা) জিন্নাত নূর আশা (দ্বিতীয় বক্তা)
সায়মা সুলতানা আখিঁ (দলনেতা) বিপক্ষ দলে অংশগ্রহন করেন আবিদা নওরিন খান (প্রথম বক্তা) আরিফ আহমেদ ফকির,(দ্বিতীয় বক্তা) রায়হান ই খান শুভ (দলনেতা)। শ্রেষ্ঠ তার্কিক হিসেবে নির্বাচিত হয় রায়হান ই খান শুভ। বিতর্কে মডারেটর ও বিচারক হিসেবে যুক্ত ছিলেন মডারেটর তানিয়া সুলতানা প্রভাষক,পদার্থবিদ্যা বিভাগ, আনন্দ মোহন কলেজ। বিচারক এম এ বাশার, সভাপতি, প্রথম আলো বন্ধুসভা, ময়মনসিংহ। বিচারক ফারহানা তানজিন স্মৃতি,সদস্য,আমোকডিকা আহ্বায়ক কমিটি।
অতিথি হিসেবে যুক্ত ছিলেন ড. হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, আনন্দ মোহন কলেজে। বিভাকর বনিক,প্রভাষক,পদার্থবিদ্যা বিভাগ, আনন্দ মোহন কলেজ। মৌসুমি চারু সাহা,প্রভাষক, পদার্থবিদ্যা বিভাগ, আনন্দ মোহন কলেজ। মোঃ আলীমূল ইসলাম, প্রভাষক,পদার্থবিদ্যা বিভাগ, আনন্দ মোহন কলেজ।
বিতর্ক প্রতিযোগিতায় সার্বিকভাবে সহযোগিতা করে পদার্থবিদ্যা বিভাগের ৪৬তম ব্যাচ। আয়োজনে স্বাগত বক্তব্য রেখে যুক্ত ছিলেন মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক ,ফিজিক্স ক্লাব এবং সমাপনী বক্তব্য রেখে যুক্ত ছিলেন সাদিক বিন রশিদ খান সমিক সভাপতি, ফিজিক্স ক্লাব। আর অনুষ্ঠান সঞ্চালনায় যুক্ত ছিলেন মেহেদী হাসান ইভেন,দপ্তর সম্পাদক, ফিজিক্স ক্লাব।