জামালপুরে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

জামালপুরে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৩ জুলাই) সকালে মাদারগঞ্জে পাট কাটতে গিয়ে বন্যার পানিতে পড়ে কমল মিয়া (৫৫) নামে এক কৃষক মারা যান। তিনি উপজেলার জোড়খালী ইউনিয়নের বেড়া গ্রামের দোলায়ার হোসেনের ছেলে।

জোড়খালী ইউনয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম জানান, কমল মিয়া শুক্রবার সকালে পাট কাটাতে ক্ষেতে যাওয়ার সময় হাঠাৎ খালের পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে অনেকক্ষণ পর পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকায় কাগমারীপাড়া গ্রামে বন্যার পানিতে ডুবে জিসান (০৩) নামে এক শিশু মারা যায়। জিসান কাগমারীপাড়া এলাকার ইরান মিয়ার ছেলে। বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বিষয়টি নিশ্চিত করেছে।

অপরদিকে দুপুরে জেলার মাদারগঞ্জ এলাকার আম্রিতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আম্রিতলা গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফ (৩০) ও ফকির মাহামুদের ছেলে একলাস (২৮) নামে দুই যুবকের মৃত্যু হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this post

scroll to top