মৃত্যুবার্ষিকীতে ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করায় জরিমানা

করোনাভাইরাস সংক্রমণের সময়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্বাস্থ্য বিধি না মেনে মৃত্যুবার্ষিকীতে ১০ হাজার মানুষের খাবারের আয়োজন করায় অভিযান চালানো হয়েছে।

এতে ওই আয়োজন পণ্ড হয়ে গেছে। এবং এ ঘটনায় বাড়ি মালিক আব্দুল্লাহ কাফিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।

তিনি জানান, ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের আব্দুল্লাহ কাফি তার পরিবারের এক সদস্যের মৃত্যুবার্ষিকীতে দশ গরু জবাই করে ১০ হাজার মানুষকে খাওয়ানোর আয়োজন করেন। করোনার সময়ে স্বাস্থ্য বিধি না মেনে এমন অনুষ্ঠানের খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে পুলিশের উপস্থিতি দেখে অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার মানুষ দৌড়ে পালায়। তাদের কারো মুখে মাস্ক ছিল না। পরবর্তীতে রান্না করা খাবার গ্রামের গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।

এ ঘটনায় বাড়ি মালিক আব্দুল্লাহ কাফিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

Share this post

scroll to top