ইসরায়েলে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত

মঙ্গলবার (২৯ জুন) ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ইউলি এডেলস্টেইন বলেছিলেন তাদের দেশে করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে। তার এ কথা বলার তিনদিনের মাথায় বৃহস্পতিবার (২ জুলাই) ইসরায়েলে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে একদিনে। গেল ২৪ ঘণ্টায় বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্রটিতে আক্রান্ত হয়েছে ৯৬৬ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ।

তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৪৫২ জন। এ পর্যন্ত মারা গেছে ৩২৪ জন।

গেল মাসে ইসরায়েলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছিল ২০০০ এ। সেটা বেড়ে এখন হয়েছে ৮ হাজার ৬৪৭ জন।

মূলত কয়েক সপ্তাহ আগে ইসরায়েলের সরকার লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। লকডাউন তোলার কয়েক সপ্তাহের মাথায়ই গড় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। মে মাসের মাঝামাঝিতে সেখানে নতুন করে আক্রান্ত হতো ২০ জন। কখনো কখনো সেটা এক অঙ্কের ঘরে নেমে আসতো। সেটাই জুনে ৫০০ ছাড়ায়। জুলাইতে এসে প্রায় ১ হাজারে পৌঁছাতে শুরু করেছে। এখন দেখার বিষয় দ্বিতীয় দফা সংক্রমণ কিভাবে সামাল দেয় ইসরায়েল।

Share this post

scroll to top