বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ময়মনসিংহ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ময়মনসিংহ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় জেলার সব থানা/ওয়ার্ড কমিটির কর্মকর্তা ও সদস্যদের বিলুপ্ত কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক ওদুদ মল্লিকসহ অন্যদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ না নেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হলো।
এদিকে কী কারণে ময়মনসিংহ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।