ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫ লাখ টাকায় কেনা হলো করোনা চিকিৎসার যন্ত্র

পাগলা মসজিদকরোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চারটি ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা’ মেশিন স্থাপন করা হয়েছে। সোমবার মেশিন চারটির ইনস্টলেশন সম্পন্ন হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা’ মেশিন স্থাপন করায় করোনা মোকাবিলায় হাসপাতালটি আরও বেশি সক্ষমতা অর্জন করল। এর মাধ্যমে করোনায় আক্রান্তদের আরও ভালো সেবা দিতে পারবে হাসপাতালটি।

এ মেশিন স্থাপনে জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিল থেকে হাসপাতালে ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।

Share this post

scroll to top