ঢাকাWednesday , 1 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ দম্পতি করোনায় আক্রান্ত

Link Copied!

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের (মমেক) অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ ও তার স্ত্রী ডা. মঞ্জু রাণী দেবনাথ করোনায় আক্রান্ত হয়েছেন। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এ কে এম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. মঞ্জু রানী দেবনাথ ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের রেডিওলোজী বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

সিভিল সার্জন এ কে এম মশিউল আলম জানান, ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ ও তার স্ত্রী ডা. মঞ্জু রাণী দেবনাথ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ জন ময়মনসিংহ জেলার। অন‌্য ৫ জন নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার।

ময়মনসিংহের ১৬ জনের মধ্যে সদরে ১৩ জন, মুক্তাগাছা, ভালুকা ও হালুয়াঘাটে একজন করোনা রোগী আছে।

সিভিল সার্জন আরো বলেন, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ‌্যা ১৮২৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৪৬ জন, বাড়িতে চিকিৎসাধীন ৭৮৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।