মঙ্গলবার আগের ম্যাচে তুরিনোকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান মাত্র এক পয়েন্টে নামিয়ে এনেছিল লাজিও।
পরের ম্যাচে জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতে আবার ব্যবধান চার পয়েন্টে বাড়ালো সিরি ‘এ’র টানা আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।
অবনমনের শঙ্কায় থাকা জেনোয়া প্রথমার্ধে রুখে দিয়েছিল জুভেন্টাসকে। গোলকিপার মাত্তিয়া পেরিন সাবেক ক্লাবের মাঠে দুর্দান্ত প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের দুই তারকা পাউলো দিবালা ও ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ পারফরম্যান্সের কাছে হার মানে জেনোয়া।
বক্সের একটু বাইরে বল পায়ে পান দিবালা। একাই তিন ডিফেন্ডারকে ফাঁকি দেন এবং ৫০তম মিনিটে তার শট লক্ষ্যভেদ করে। ৭ মিনিট পর ২৫ মিটার দূর থেকে নেওয়া দুর্দান্ত ড্রাইভে ব্যবধান দ্বিগুণ করেন। ডোগলাস কস্তা ৭৩ মিনিটে তৃতীয় গোল যোগ করেন। কিছুক্ষণ পর আন্দ্রে পিনামোন্তি একটি গোল শোধ দেন।
শীর্ষ দল জুভেন্টাস ২৯ ম্যাচে পেয়েছে ৭২ পয়েন্ট। লাজিও সমান খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২৬ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের এক ধাপ উপরে ১৭ নম্বরে জেনোয়া।