লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে বলে মোটেই মনে করেন না জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।
আজ সন্ধ্যায় ইসিতে তার দফতরে সাংবাদিকদের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নির্বাচনে এখন লেভেল প্লেয়িং ফিল্ড আছে কিনা? তাহলে উত্তর পেয়ে যাবেন।