ঢাকা-ময়মনসিংহ রেল পথে গফরগাঁও শিলাসী এলাকায় মঙ্গলবার(৩০ জুন) বিকেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মেহেদী হাসান বিল্লাল(২৫) নান্দাইল উপজেলার বীর কামাট খালী গ্রামের সাজ্জাদ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,নিহত মেহেদী হাসান বিল্লাহ মঙ্গলবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শিলাসী এলাকায় রেল ক্রসিং মোড়ে অবস্থান করছিল। এ সময় ঢাকাগামী তিস্তা আন্তঃনগর ট্রেন আসে। তিনি তখন রেললাইনে বসে ছিলেন। গাড়ি পরিচালক একাধিকবার সাইরেন বাজান কিন্তু তিনি তাতে তিনি সাড়া দেননি। যখন ট্রেনটি খুব কাছাকাছি চলে আসে তখন তিনি রেললাইনের উপর শুয়ে পড়েন। এতে তার শরীর ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়।
নিহতের স্বজনরা জানান, এক সপ্তাহ আগে মেহেদি হাসান বিল্লাল বিয়ে করেছেন। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে তারা নিশ্চিত না।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শহীদুল্লাহ হিরু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।