ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালক বাবার ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে দুই সহোদর নিহত হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড ফুটওভার ব্রিজের নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই সহোদর শরীয়তপুর জেলার ঘোষেরহাট উপজেলার মাইজারহাট গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম সিয়াম (৭) ও সাইফুল ইসলাম জেহাদ (৪)। তারা বাবার চালানো ট্রাকে করে মাকে নিয়ে চট্টগ্রাম বেড়াতে যাচ্ছিল।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের সামনে বসিয়ে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন নাজিম উদ্দিন। হঠাৎ সিয়াম ও জেহাদ গাড়ির দরজা খুলে নিচে পড়ে যায়। তারপর বাবার চালিত ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ওই দুই সহোদর নিহত হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। ট্রাক এবং চালক বাবাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।