“ময়মনসিংহে জিপিএ-৪ পেয়ে খাতা চ্যালেঞ্জে ফেল করেছে ২ পরীক্ষার্থী’ শিরোনামে ময়মনসিংহ লাইভ এ সংবাদ প্রকাশ হলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামালের দৃষ্টিগোচর হলে দ্রুত ওই ফল সংশোধনের উদ্যোগ নেন। ট্যাকনিকেল সমস্যায় ফলাফলে বিড়ম্বনা হয়েছে বলে বোর্ডে চেয়ারম্যান নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বোর্ডের খাতা চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করলে দেখা যায় যে, শেরপুর সদরের গণি শহীদ মোতালেব উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোকসানা খাতুন ইতোপূর্বে ৪.৩৯ পেয়ে উত্তীর্ণ হয়েও তিনি খাতা চ্যালেঞ্জে রসায়নে ফেল করেছেন। আরেকজন হলেন জামালপুরের বকশীগঞ্জের বাতি কেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু সিদ্দীক বিল্লাহ সিফাত। তিনিও পূর্বে ৪.৬১ পেয়ে ফেল করেছেন।
পরবর্তীতে মঙ্গলবার বিকেলেই এই দুই পরীক্ষার্থীর ফলাফল দ্রুত সংশোধনের জন্য নির্দেশ দেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল।