স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়েছে। ২০১৯ সালের হিসেবে এখন গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর। এর আগের বছরের হিসাবে গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর।
মঙ্গলবার (৩০ জুন) আগারগাঁওয়ের পরিসংখ্যানে ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এ চিত্র উঠে এসেছে।
অনুষ্ঠানের ভার্চুয়্যালের মাধ্যমে এ রিপোর্ট প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিসংখ্যান ব্যুরো হিসাব মতে, দেশে পুরুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭১ দশমিক ১ বছর। অন্যদিকে নারীর গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর। এতে দেখা যায়, নারীরা পুরুষের চেয়ে গড়ে বেশি দিন বাঁচেন। ২০১৮ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর। এ সময় পুরুষের গড় আয়ু ছিল ৭০ দশমিক ৮ বছর এবং নারীর ৭৩ দশমিক ৮ বছর।
প্রতিবেদনে নারীদের বেশি বাঁচার কারণ হিসেবে বলা হয়েছে, তাদের রোগবালাই কম থাকে ও উচ্চ রক্তচাপে কম ভোগেন। তাই নারীরা পুরুষদের তুলনায় বেশিদিন বেঁচে থাকেন।
প্রতিবছর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ভাইটাল স্ট্যাটিসটিকস প্রকাশ করে থাকে। এ পরিসংখ্যানের মাধ্যমে একজন মানুষের জীবনের জন্ম, মৃত্যু, আয়ুষ্কালসহ নানা বিষয় উঠে আসে।