এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনঃনিরীক্ষণ ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৪৭ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন পরীক্ষার্থী। ফল পুনঃনিরীক্ষণে উত্তীর্ণ দুই জন পরীক্ষার্থী ফেল করেছেন। জিপিএ-৪ পেয়েও খাতা চ্যালেঞ্জে ফেল করেছে তাদের দুজনের একজন হলেন-শেরপুর সদরের গণি শহীদ মোতালেব উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোকসানা খাতুন, তিনি খাতা চ্যালেঞ্জে রসায়নে ফেল করেছেন। আরেকজন হলেন জামালপুরের বকশীগঞ্জের বাতি কেওয়ারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু সিদ্দীক বিল্লাহ সিফাত। তিনিও বিজ্ঞান বিভাগরে শিক্ষার্থী ছিলেন। তিনি ইতোপূর্বে ৪.৩৯ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। গত ৩১ মে প্রকাশিত ফলে তাদের একজন জিপিএ ৪ দশমিক ৩৯ ও অপরজন জিপিএ ৪ দশমিক ৬১ পেয়েছিলেন।
আজ মঙ্গলবার (৩০ জুন) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর ময়মনসিংহ বোর্ডের ৩১ হাজার ৩৩১টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন শিক্ষার্থীরা।
জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্খিত ফল না পেয়ে ২ লাখ ৩৮ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। তারা মোট ৪ লাখ ৪১ হাজার ৯১৯টি খাতা চ্যালেঞ্জ করেছেন। এদের মধ্যে শুধু এসএসসি পরীক্ষার ৩ লাখ ৯৫ হাজার ৮৯৮টি, দাখিলের ২৮ হাজার ৪৮৪টি এবং এসএসসি ভোকেশনালের ১৭ হাজার ৫৩৭ টি খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা হয়েছে।