ঢাকাMonday , 17 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মরে গেলেও নির্বাচন বর্জন করবো না : ড. কামাল

Link Copied!

মরে গেলেও নির্বাচন বর্জন করবো না। আমার লাশ নিয়ে যাবে ভোট দিতে, হাতে আঙুল তো থাকবে বলে কড়া ভাষায় মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, নির্বাচন হবে। সারাদেশে ত্রাসের রাজত্ব চলছে। কাউকে নির্বাচনী প্রচারণা করতে দেয়া হচ্ছে না।

আজ বিকেলে নির্বাচন কমিশনে পূর্ণ কমিশনের সাথে প্রায় ২.৩০ ঘন্টা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। বৈঠকে ফ্রন্টের শীর্ষ ১২ নেতা উপস্থিত ছিলেন। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চার পৃষ্টার একটি অভিযোগপত্র সিইসিকে দেয়া হয়।

ড. কামাল হোসেন বলেন, বিব্রতবোধ করাই যথেষ্ঠ নয়। কার্যকর ব্যবস্থা ইসিকে নিতে হবে। আমরা অবাধ নির্বাচনের ন্যুনতম পরিবেশ চাই। প্রতিটা ঘটনা একদিনের মধ্যে তদন্ত করে প্রতিকার করতে হবে। ৫৫ বছরের জীবনে আমি এমন পরিবেশ দেখিনি।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী ইসিকে ক্ষমতা দেয়া হয়েছে, কিন্তু কেন তারা তা ব্যবহার করছে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।