মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক অবশেষে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে দলীয় প্রার্থী এএম নাঈমুর রহমান দুর্জয়কে (নৌকা প্রতীক) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার মানিকগঞ্জ প্রেসক্লাবে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনোয়ারুল হক এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৮- মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করলেও এক পর্যায়ে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে নির্বাচনী কর্মকান্ড থেকে সরে এসে প্রচার-প্রচারণা বন্ধ করে দিয়েছি। পাশাপাশি নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে সমর্থকদের অনুরোধ করছি।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনে দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হন এবিএম আনোয়ারুল হক। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।